বাংলাদেশ প্রেক্ষাপট...
রিজার্ভ কিভাবে কমেছে এবং পুনরায় বাড়ছে কিভাবে...!? দ্রব্যমূল্যের দাম কেনো বৃদ্ধি করা হয়েছে...!? অন্যান্য খাতের অবস্থা নাজেহাল হওয়ার কারণই বা কি...!? ✍️ মোহাম্মদ সামির ছিদ্দিকী Mohammad Samir Siddique রিজার্ভ ফান্ড হচ্ছে প্রত্যেকটা দেশের চাহিদার যোগান পূরণের একটা মৌলিক এবং প্রধান বিষয়...! পৃথিবীর মোট ১৯৫ টা দেশের প্রত্যেকটারই রাষ্ট্রীয় কোষাগার থাকে। এবং রাষ্ট্র নিয়ন্ত্রণে যারা থাকেন মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন ক্ষেত্রের দায়িত্বপ্রাপ্ত যারা থাকেন তারা রাষ্ট্রের মূল সম্পদ জনগণের চাহিদা এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নের নিমিত্তে এই রিজার্ভ ফান্ড ব্যবহার করে থাকেন এবং নিয়ন্ত্রণ করেন। যেমন আমাদের বাংলাদেশীদের পাঁচটি মৌলিক চাহিদার অন্যতম খাদ্য যার যোগান দেয়া বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব নয়। ক্রমাগত জনসংখ্যা বাড়ছে। যার কারণে কৃষিজ চাষাবাদের জায়গা আবাসস্থলে পরিণত হচ্ছে। উৎপাদন ক্রমাগত কমছে কাজেই খাদ্য চাহিদা পূরণের জন্য আমাদের অন্য দেশের ওপর নির্ভর করতে হয় এই যেমন ইউক্রেন থেকে বিশাল একটা অংশের খাদ্য চাহিদার যোগান আসে বাংলাদেশে। তা কিনে আনতে হয় কারেন্সি ...