ভালোবাসা এবং সম্মান

ভালোবাসা...?


সেটা একটা অনুভবের বিষয় এই অনুভূতি আপনার মানসিকতার পরিবর্তন করারই ক্ষমতা রাখে শুধু এর বেশী কিছুই না...

হয় ভালো একটা অনুভূতি দিতে পারে নইলে খারাপ বা এলোমেলো করে দিতে পারে আপনার ২৪/৭ প্রতিটা মুহুর্ত...

ভালোবাসার কোনো ক্ষমতা নাই দুইটা ভিন্ন মানুষকে এক করার বা একসাথে রাখার শুধু অনুভূতিটাকেই একজায়গায় রাখতে পারে...!

যদি কাউকে ভালোবাসেন ঠিক ঐ জায়গাতেই স্থির থাকুন এর বাইরে না...
অনুভূতি ভালো হলে আলহামদুলিল্লাহ্‌ আর খারাপ হলে ফি নারে জাহান্নামা খালেদীনা ফিহা...

এবার এর বাইরে আপনি যদি অনেক কিছু আশা করে থাকেন যেমন একসাথে থাকার তাহলে আপনাকে চা বানাতে যেমন চা-পাতা, দুধ, চিনি, পানি লাগে সেরকম আরোও অনেক কিছু লাগবে সেগুলা না হলে আপনার পক্ষে থাকা মানে একসাথে থাকা কখনোই সম্ভব নাহ্‌...

সততা, সম্মান এবং দাম...
এই তিনটা জিনিস যেখানে অনুপস্থিত থাকবে সেখানে কিছুই টেকানো সম্ভব নাহ্‌...

যেখানে এই তিনটা জিনিস থাকবে না সেখানে কোনো সম্পর্কের টিকে থাকা সম্ভব নাহ্‌ থাকুক যতই ভালোবাসা...

আসলেই ভালোবাসা বলতে কিছুই নাই এটা একটা অনুভূতি বৈ কিছুই না...
মনে হবে যাকে ভালোবাসেন তাকে ছাড়া আপনার বেঁচে থাকা অসম্ভব অথচ চোখ বুলালেই বুঝে যাবেন আপনি চরম ঘোরের মধ্যে আছেন আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন...

কারণ কারো উপস্থিতি বা অনুপস্থিতি আপনার বেঁচে থাকা নির্ধারণ করে না এটা সাময়িক অনুভূতির জন্ম দেয় যা সময়ের সাথে সাথে বদলে যায়...

কালের পরিবর্তনের সাথে সাথে আকালও নিঃশেষে বিভাজিত হয়ে যায়...
তবে ঘুরেফিরে কিছু মুহূর্ত পরিক্রমার সাথে সাথে আপনাকে সাময়িকভাবে চিন্তায় ফেলে দিতে পারে এই যেমন কিছু দিবস...!

কিন্তু আপনি যে বেঁচে থাকতে পারবেন না তা নয় কাজেই যতোই ভালোবাসুন না কেনো যদি সততা, সম্মান এবং দাম না পান সেখানে দীর্ঘস্থায়ী স্থাপনা গড়ার চিন্তা করা আপনার জন্য নিছক বোকামী বৈ কিছুই নাহ্‌...

আর প্রেম...?
সেটাতো কেবল লোক দেখানো একটা প্রতিযোগীতার নাম...

নিজের সাথে নিজেই

প্রেম করুন আর ভালোবাসুন নিজেকে...
শান্তি পাবেন...

সম্মানের মৃত্যুও ভালো অপমান আর অসম্মানের বেঁচে থাকার চেয়ে...!

কাজেই নিজেকে নিজেই ভালোবাসুন...
নিজেকে নিজেই দাম দিন...
নিজেকে নিজেই সম্মান দিয়ে সম্মানিত করুন...
নিজের প্রেমে নিজেই পড়ুন...

যেখানে দাম পাবেন না কিংবা অপমান, অসম্মান পাবেন সেখানে থেকেই দূরে থাকুন হোক যতো কষ্ট...

Comments