পর্দা...
✍️ মোহাম্মদ সামির ছিদ্দিকী
(Mohammad Samir Siddique)
পর্দা একটা ইসলামিক বিধান। আর ইসলাম আল্লাহর বিধান। ১.৮ বিলিয়ন মুসলিম যারা যেকোনোভাবে পরিচিত মুসলিম হিসেবে সবাই যে মুসলিম তা কিন্তু নাহ্। যেমন "মুফাসসিল ইসলাম" নামটা ইসলামিক আর মানুষটাও জন্মগতভাবে মুসলিম পরিবারের ছেলে কিন্তু সে মুসলিম নাহ্। আবার "তাসলিমা নাসরিন"-ও একই। এখন কথা আসতে পারে কেনো আমি এই দুইজনের নাম লিখলাম। কারণ দরকার নাই নিজের মতাদর্শের বিরুদ্ধে যে/যারা আছে তাদের নিয়ে আলোচনা করে অহেতুক সময় নষ্ট করা।
এবার আসি মূল প্রসঙ্গে।
আল্লাহ্ পবিত্র কুরআনের কোথাও বলেননি হে মানুষগণ তোমরা সালাত আদায় করো / রোজা রাখো / যাকাত দাও / হজ্ব করো / জিহাদ করো / পর্দা করো / নিজেদের দৃষ্টিকে নিজের হেফাজতে রাখো কিংবা "আমি আল্লাহ্কে ভয় করো" অথবা আমার রাসূল মুহাম্মদ (সাঃ)-কে মানো। বরঞ্চ আল্লাহ্ বলেছেন "হে মুমিনগণ !" "হে বিশ্বাসীগণ" (আরবীতে: يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُو)।
মানে বুঝেছেন...?
ইসলাম অর্থই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে আত্মপ্রশান্তি লাভ করা।
আর আত্মসমর্পণের অর্থই হচ্ছে যার কাছে আত্মসমর্পণ করছি তার কাছে নিজেকে এবং সবকিছু সমর্পিত করা এবং তার বিধি নিষেধ মেনে চলা। তাকে মানা।
ঠিক এটাই...!
আগে দেখুন আপনি আল্লাহকে পরিপূর্ণভাবে মানেন কিনা...?
আপনি মানেন আল্লাহ্ মহান শাস্তিদাতা...?
আপনি মানেন আল্লাহ্ মহান ক্ষমাশীল...?
আপনি মানেন আল্লাহ্ মহান শান্তিদাতা এবং প্রেমময় দয়ালু...?
যদি না মানেন (মানে আল্লাহকে) আপনার যা ইচ্ছা করেন এতে কার কি...?
কোনো বাঁধা নাই...!
কারণ আপনি যদি মনে করেন সাধারণ পরীক্ষার মতোই ৩০,৩১,৩২,৩৩,৪০ পেয়ে কোনো রকমে ঠেলেঠুলে পাশ করে জান্নাত পেয়ে যাবেন ভূল।
কারণ কুরআনেই আল্লাহ্ বলে দিয়েছেন "তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো (মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো)"
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱدْخُلُوا۟ فِى ٱلسِّلْمِ كَآفَّةًۭ وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ
"O believers! Enter into Islam wholeheartedly and do not follow Satan’s footsteps. Surely he is your sworn enemy. " Al- Baqarah -208
"হে মুমিনগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না । নিশ্চয় সে তোমাদের জন্য স্পষ্ট শত্রু।" সূরা বাক্বারাহ্-২০৮
এখন কিছু প্রসঙ্গ তুলে ধরছি।
আমি চট্টগ্রামে থাকি তাই চট্টগ্রাম নিয়েই বলি বাকিটা আপনারা নিজেদের এলাকার সাথে মিলিয়ে নিবেন।
সিনেমা প্যালেস একটা এলাকা আছে লালদিঘির পাড়ের কাছাকাছি। সন্ধ্যা পেরুলেই দেখবেন সেখানে বোরকা পড়া কিছু মহিলা ঘুরাঘুরি করছে যাদেরকে দেখে মনে হবে ইসলামিক চেতনার কোনো "মুসলিমাহ্" যেহেতু তারা পর্দা করছে মানে বোরকা পড়েছে। আসলেই না। তারা রাস্তায় ঘুরে বেড়ানো পতিতা। এখন তাদের করা পর্দা মানে পরা বোরকাটাকে আপনি পর্দা বলতে পারবেন না আর না বলতে পারবেন এদের মুসলিম। কারণ ইসলামে জ্বিনা- ব্যাভিচার সম্পূর্ণরূপে হারাম। জেনে শুনে বুঝে হারাম কাজ করে যদি হালাল জামা কাপড় পড়া হয় তা হচ্ছে কেবল "লেবাসে মুসলমান আর খাসিয়তে শয়তান"। কাজেই পতিতার বোরকা পরিধান করে পতিতাবৃত্তি করাকে নিয়ে ইসলামের সাথে তালগুল পাকাবেন নাহ্।
নিশ্চয়ই আমাদের প্রভু সবচেয়ে বড় শাস্তিদাতা...!
তিনিই সবচেয়ে বড় ক্ষমাশীল...!
তিনিই সবচেয়ে বড় দয়াময় এবং দয়ালু...!
নিশ্চয়ই মালিকের দাসত্বেই সার্বিক শান্তি...!
হে আল্লাহ্...!
আমাদের অতীত জীবন ক্ষমা করুন এবং এসব থেকে আমাদের রক্ষা করুন কারণ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার গোলাম বৈ কিছুই নাহ্। অজ্ঞতার বশে শয়তানের কুমন্ত্রণায় কিংবা নিজের অনিয়ন্ত্রিত নফসের কুমন্ত্রণায় অনেক ভুল করেছি। আমাদেরকে সহায়তা করুন পরিপূর্ণভাবে আপনার দ্বীন পালনে সক্ষম হতে।
হে প্রেমময় মালিক...!
নিশ্চয়ই আপনার রহমত ছাড়া আপনার সন্তুষ্টি অর্জন কোনোভাবেই সম্ভব নাহ।
www.facebook.com/ayazbinhafiz
www.instagram.com/ayazbinhafiz
Comments
Post a Comment