আজকের বাংলাদেশ
আসসালামু আলাইকুম।
বর্তমান সমসাময়িকের পরিস্থিতিতে করোনা একটি আতংকে পরিণত হয়েছে।
বাংলাদেশ এবং বাংলাদেশি দুই শব্দের কোনটাই সয়ংসম্পূর্ণ না।
আমাদের প্রায় ৭০% এর বেশি মানুষ দারিদ্র সীমার নিচে অবস্থান করি। এদেশের মানুষ ক্ষুদার জ্বালায় মরার চেয়ে অন্যান্য মৃত্যুগুলোকে খুব একটা গুণে না সেখানে বর্তমান সমসাময়িক যেসব নিয়মনীতি সরকার নির্ধারণ করছে তা নিতান্তই আমনবিক।
লকডাউন, শাটডাউন এসব যুদ্ধে আমরা রীতিমতো ক্লান্ত।
এই যেমন ধরুন একটা মানুষ টুকটাক কাজ করে মাসে ১০-১৫ হাজার উপার্জন করে যার থেকে ৭/৮ হাজার চলে যায় তার বাসা ভাড়ায় আর বাকি টাকায় সে কোনভাবে ভরণপোষনের কাজ করে সেখানে বর্তমানে সব ধরণের উপার্জনের পথ বন্ধ সাথে দ্রব্য মূল্যের দাম আকাশচুম্বী।
নিম্ম এবং মধ্যবিত্তরা না দিতে পারছে বাসা ভাড়া আর না জোগাড় করতে পারছে খাবার এবং নিত্ত প্রয়োজনীয় দ্রব্য।
খেতে না পেরে পরিবারের কটু কথা শুনে শুনে সবাই এখন অনেকটা দুর্বিসহ অবস্থায়...!
মাস শেষে বাসাভাড়ার জন্য বাড়িওয়ালার কথার গেঁজানি তো আছেই...!
না আছে মানসিক শান্তিতে আর না আছে কোন প্রকারের শান্তিতে।
আর জানেনই তো "দারীদ্রতা এবং অভাবই মানুষকে সকল অনৈতিক কাজের দিকে ঝুকিয়ে দেয়"
কাজেই এভাবে একটা অপকর্ম ঘৃণাকারী ব্যাক্তি না চাইতেও অপকর্মের দিকে ঝুকে যায় আর সরকারের কাছে সে খারাপ সে অপরাধি...!
আমার দৃষ্টিতে সকল প্রকার অনৈতিকতার মূলে সরকার...!
আমার দৃষ্টিতে সকল প্রকার অনৈতিকতার মূলে সরকার...!
Comments
Post a Comment