হিযবুত_তাহরীর এবং বাংলাদেশ_সেনাবাহিনী

হিযবুত_তাহরীর এবং  বাংলাদেশ_সেনাবাহিনী

ইসলাম একটি একেশ্বরবাদী ধর্ম...!
" নারায়ে তাক্ববীর ; আল্লাহু আকবার " প্রতিটি ধর্মপ্রান মুসলিমের কাছে একটি পবিত্র স্লোগান...!

কিন্তু যদি এই স্লোগান দিয়ে বোমাবাজি এবং ফটকাবাজি করে তা ধর্মীয় অনুশাসনকে খর্ব করার মূলধারাতে রুপান্তরিত হয়...!

আপনি দেখবেন "নারায়ে তাক্ববীর আল্লাহু আকবার " স্লোগান দিয়ে একদল ইসলামের দিকে মানুষকে ধাবিত করছে আর করছে আকর্ষিত...!
আবার দেখবেন এরকমই আর কিছু দল মানুষের প্রাণ নিচ্ছে আর স্লোগান দিচ্ছে " নারায়ে তাক্ববীর আল্লাহু আকবার "....!
এতে ইসলাম হচ্ছে কলুষিত আর হচ্ছে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ড্রেনগুলার মতো নোংরা...!

এবার আসা যাক লেখার মূল অংশে...
আমরা  jihadist movement মানে জঙ্গীবাদপন্থিদলগুলোর দিকেই বেশিরভাগ ঝুঁকে থাকি...
কারণ তাদের হিংস্রতা আমরা দেখে আসছি স্বচক্ষে কিংবা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে...

আল-ক্বায়েদা, ত্বালেবান, আনসারুল্লাহ বাংলাটিম, হিযবুল্লাহ্, জামায়াতে মুজাহিদিন বাংলাদেশ, মিল্লাতে ইব্রাহীম, ISI, ISL, Muslim Brotherhood,  মিল্লাতে মুজাহিদ এবং আমাদের স্ব-দেশীয় জামায়াতে ইসলামী/বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ( Made by Pakistan) এসবের নাম শুনলে গা হাত পা শিউরে উঠে...!

এসব উগ্রতাপন্থিদের কারণে ইসলাম বহিঃবিশ্বের কাছে আজ প্রশ্নবিদ্ধ এবং খর্বিত...!

আপনি দেখবেন এরা বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বিচরণ করছে এমনকি কিছুকিছু দেশে আধিপত্যও বিস্তার করছে খুবই সক্রিয়ভাবে...!

কিন্তু তাও আমাদের চোখের সামনেই রয়েছে এদের চেয়ে ভয়ানক চিন্তাধারার কিছু দল...!

তারমধ্যে " হিযবুত তাহরীর" খুবই স্পর্শকাতর এবং ভয়ানক...!

হিযবুত তাহরীর সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলে আমি বলি তারা  CO (Carbon Mono-Oxide)  এর মতোই নিরব ঘাতক ( Silence Killer)...

এদের লক্ষ থাকে একটি দেশের সর্বোচ্চ শক্তিধর সামরিক বাহিনী....!

তারা সুকৌশলে সুকৌশলী চিন্তাশক্তি দিয়ে সেনা অভ্যন্তরে উগ্রতা এবং ধর্মান্ধতা ঢুকিয়ে দেয়াতে সুচতুর...

মিশরের তাহরীর স্কয়ার থেকেই তাদের উৎপত্তি যেখানে পরবর্তীতে "ত্বাহারুশ" নামের অতিশয় নোংরা একটা আচারের উৎপত্তি হয় যার ফল স্বরূপ অসংখ্য নারীর জনসমক্ষে ইজ্জত হারাতে হচ্ছে অথচ এই এলাকাগুলোর মানুষগুলো ইসলামের কত গুণগান গায়...!

হাস্যকর...!

আমাদের দেশের গর্ব এবং অহংকার "বাংলাদেশ সেনাবাহিনী"-ও এই " হিযবুত তাহরীর"-এর নজরবন্দী...!

বাংলাদেশ সেনাবাহিনীর অনেক কর্মকর্তা এ সংগঠনের সাথে জড়িত...!

শুনে অবাক হবেন এই সংগঠনের অসংখ্য নেতাকর্মী সক্রিয় এবং উম্মুক্তভাবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মিছিল, লিফলেট বিতরণ, প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে...!

প্রশাসন এবং সরকারের এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে অতিশয়....

🇧🇩 আমার প্রাণের বাংলা অমর হোক 🇧🇩
🇧🇩 হোক শত্রুমুক্ত 🇧🇩

Comments

Popular Posts